ঢাকা , মঙ্গলবার, ২০২৫ মে ০৬, ২৩ বৈশাখ ১৪৩২
#

দেশজুড়ে

৪ মামলায় গ্রেফতার চিন্ময় দাস

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ মে ০৬, ০৪:০০ অপরাহ্ন
#

চট্টগ্রাম মহানগরীতে পুলিশের কাজে বাধা ও আইনজীবী-নাগরিকদের ওপর হামলাসহ চারটি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ মে) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীনের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। শুনানিকালে আসামি চিন্ময় দাস চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, কোতোয়ালি থানার মামলার তদন্তকারী কর্মকর্তারা চারটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। মামলাগুলোর মধ্যে রয়েছে পুলিশের কাজে বাধা প্রদান, আদালতের পরিবেশ বিঘ্নিত করা এবং বিচারপ্রার্থীদের উপর হামলার অভিযোগ।

এর আগে, গত সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একই আদালত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায়ও চিন্ময় দাসকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেন।

উল্লেখযোগ্য যে, ২০২৩ সালের ৩১ অক্টোবর বিএনপির তৎকালীন নেতা ফিরোজ খান কোতোয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহ ও জাতীয় পতাকা অবমাননার মামলা দায়ের করেন চিন্ময় দাসসহ ১৯ জনের বিরুদ্ধে। ওই মামলায় ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার করা হয় চিন্ময় দাসকে। তিনি বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video