ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ জুলাই ১৭, ১ শ্রাবণ ১৪৩২
#

আন্তর্জাতিক

তিরুভাল্লুরে অগ্নিকাণ্ডে চার বগি ভস্মীভূত, রেলপথে বিশৃঙ্খলা

অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৫ জুলাই ১৩, ০৪:০৪ অপরাহ্ন
#

ভারতের তামিলনাড়ুর তিরুভাল্লুর রেলস্টেশনের কাছে একটি ডিজেলবাহী মালগাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৩ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে, যেখানে অন্তত চারটি বগি দাউ দাউ করে জ্বলতে থাকে। আকাশে উঠে যায় ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী।

অগ্নিকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও উদ্ধারকারী দল। দীর্ঘ এক ঘণ্টার চেষ্টায় আগুন আংশিক নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। উদ্ধারকারী কর্মকর্তারা জানান, ট্রেনে ডিজেল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা ছিল কঠিন ও ঝুঁকিপূর্ণ।

সূত্র জানায়, মালগাড়িটি মানালি থেকে তিরুপতির দিকে যাচ্ছিল। পথে তিরুভাল্লুর স্টেশনের কাছে হঠাৎ করে আগুন ধরে যায়। আশেপাশের এলাকায় দুর্ঘটনার প্রভাব পড়ায় রেললাইন সংলগ্ন কিছু বসতি সরিয়ে নেওয়া হয়। এখন পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পেছনে কী কারণ রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ অগ্নিকাণ্ডের প্রভাবে চেন্নাই অভিমুখী ট্রেন চলাচলে ব্যাপক ব্যাঘাত ঘটে। ইতোমধ্যে আটটি ট্রেন বাতিল করা হয়েছে এবং পাঁচটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।

দক্ষিণ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য কাজ চলছে এবং দ্রুত ট্রেন চলাচল আগের মতো স্বাভাবিক হয়ে যাবে বলে তারা আশ্বাস দেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video