ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ জুলাই ১৭, ১ শ্রাবণ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

চেয়ারম্যানদের অনুপস্থিতিতে সেবা বন্ধ, মানববন্ধনে জনসাধারণ

মোঃ জাহাঙ্গীর আলম, সীতাকুণ্ড প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ জুলাই ১৫, ০৫:২৬ অপরাহ্ন
#

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদালতে মামলার প্রেক্ষিতে পরিষদ চালানোর অনুমতি পেয়েছে। এরপর কার্যক্রম বন্ধ রেখেছে চেয়ারম্যান। জনগণকে হয়রানি, লুটপাট ছাড়া সেবা দিতে পারেনি আওয়ামী লীগ চেয়ারম্যান, জনগণের কাছে আস্থা হারানোর ভয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আওয়ামী চেয়ারম্যানগুলো। চেয়ারম্যানদের কার্যক্রম চলমান রাখার নির্দেশ দিয়েছে আদালত।

গত ১৫ জুন থেকে সীতাকুণ্ড উপজেলার ৭টি ইউনিয়ন—সলিমপুর ইউনিয়ন পরিষদ, সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ, কুমিরা ইউনিয়ন পরিষদ, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ, বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ, মুরাদপুর ইউনিয়ন পরিষদ, সৈয়দপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম বন্ধ রয়েছে। মামলার বাদী চেয়ারম্যানরা। চেয়ারম্যান গ্রাম্য আদালতের নির্দেশ অমান্য করে কার্যক্রম বন্ধ রেখেছে, জনগণকে হয়রানি করার জন্য। উপজেলা প্রশাসন নিরবতা পালন করছেন আদালতের নির্দেশের কারণে।

সীতাকুণ্ড উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের কার্যক্রম বন্ধ থাকায় জনসাধারণের ভোগান্তির কথা চিন্তা করে আন্দোলনের রূপ নিয়েছে সর্বসাধারণ। জনসাধারণের ভোগান্তির শিকার হয়ে ১৫ জুলাই মঙ্গলবার সকাল ১২টায় ৭টি ইউনিয়ন পরিষদের জনসাধারণ মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেন।

এইদিকে সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কার্যক্রম পরিচালনায় মামলায় জটিলতা নেই। কী কারণে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করতে যোগদান করছেন না চেয়ারম্যানরা? এইবার আইনি সহায়তা পেতে সরকারি দপ্তরে স্মারকলিপি ও মানববন্ধন কর্মসূচি পালন করে সাধারণ মানুষ। আপাতত ট্যাগ কর্মকর্তা দিয়ে কার্যক্রম পরিচালনার দাবি জানান, চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকা পর্যন্ত।

সীতাকুণ্ড ৭টি ইউনিয়ন পরিষদের কার্যক্রম বন্ধের প্রতিবাদে উপজেলার নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় সীতাকুণ্ড উপজেলার সলিমপুর, সোনাইছড়ি, কুমিরা, বাঁশবাড়িয়া, বাড়বকুণ্ড, মুরাদপুর, সৈয়দপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম বন্ধের প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেন জনসাধারণ।

এই সময়ে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোরসালিন, জহিরুল আলম জহুর, জয়নাল আবেদীন দুলাল, সলিমপুর ইউনিয়নের বিএনপির আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব খ. ম. নাজিম উদ্দিন, সোনাইছড়ি ইউনিয়নের বিএনপির আহ্বায়ক নুরউদ্দিন জাহাঙ্গীর, সদস্য সচিব নাজিম দৌলা, কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এস. এম. দোহা, কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস মিয়া মনি, মঞ্জু, গুগল হোসেন নয়ন, সালামত উল্লাহ, ইদ্রিস মিয়া, আবুল কালাম আজাদ, আহমেদ আলম রাসেল, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলি আকবর, সদস্য সচিব সারোয়ার আলম, সৈয়দপুর ইউনিয়নের সভাপতি কাজী এনাম ও সদস্য সচিব আইনুল কামাল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video