চট্টগ্রামের পটিয়ায় জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী এক বৃদ্ধ।
অভিযোগকারী হলেন, পটিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আইয়ুব বাবুলের বাড়ির মৃত আবিদুর রহমানের ছেলে সোলতান আহমদ চৌধুরী (৬৯)।
এ ঘটনায় পটিয়া থানায় সোলতান আহমদ চৌধুরী বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন। বাদী ও ডায়েরি সূত্রে জানা যায়, আজ বুধবার (৯ জুলাই) সকাল ৮ ঘটিকার সময় সুচক্রদণ্ডী মৌজার আরএস ২৩২১ ও ২৩২২ দাগে বাদীর জমিতে জোরপূর্বক নির্মাণ সামগ্রী মজুত করে কাজ চলছে। উক্ত জায়গা নিয়ে বিবাদীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে।
বাদী সোলতান আহমদ চৌধুরী জানান, আমি বিবাদীদের সঙ্গে বিবাদ নিষ্পত্তি করার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একাধিকবার চেষ্টা করেছি। কিন্তু বিবাদীরা কারোর বিচার মানে না বলে জানায়। বর্তমানে বিবাদীরা আমার খরিদা সম্পত্তির মধ্যে নির্মাণ কাজ করার প্রস্তুতি গ্রহণ করেছে। আমি বিবাদীদের আমার খরিদা সম্পত্তির মধ্যে নির্মাণ কাজ করতে নিষেধ করলে, তারা আমার কথায় কর্ণপাত না করে উল্টো আমার সঙ্গে মারমুখী আচরণ করে এবং আমাকে বিবাদমান জায়গার দাবি ছেড়ে দিতে বলে।
আমি বর্ণিত জমি দখল-বেদখলকে কেন্দ্র করে উক্ত স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছি।
মন্তব্য করুন