সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এরমধ্যে একজন প্রাণ হারিয়েছেন ঠাকুরগাঁওয়ের হরিপুরে, অপরজন সুনামগঞ্জ সীমান্তে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ভাঙ্গারপাড় সীমান্তে বিএসএফ সদস্যরা বাংলাদেশি নাগরিকদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।
অন্যদিকে, আজ শনিবার (১২ জুলাই) ভোরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তেও বিএসএফের গুলিতে মারা গেছেন আরও এক বাংলাদেশি। দিনাজপুরের ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানিয়েছেন, ভারতের মালদা জেলার পরিয়াল বিএসএফ ক্যাম্প থেকে এই গুলি চালানো হয়। নিহত রাসেলের বয়স ২০ বছর। তিনি হরিপুর সদরের বাসিন্দা ছিলেন।
মন্তব্য করুন