ঢাকা , মঙ্গলবার, ২০২৫ মে ১৩, ৩০ বৈশাখ ১৪৩২
#

দেশজুড়ে

ধর্মপাশায় গরু চুরি, গ্রামবাসীর হাতে আটক চোর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ মে ১৩, ০৩:০৮ অপরাহ্ন
#

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার লংকাপাথারিয়া গ্রাম থেকে রবিবার রাতে চুরি হওয়া আটটি গরু উদ্ধার করেছে ধর্মপাশা থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুয়েল মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিজুরী গ্রামের আব্দুল গণির ছেলে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, রবিবার বিকেলে উপজেলার টগার হাওর এলাকা থেকে বালিজুরী গ্রামের কৃষক মুখলেছ মিয়ার ছয়টি এবং একই গ্রামের কৃষক ওয়াজেদ আলীর দুটি গরু চুরি হয়।

ওইদিন রাত সাড়ে ১১টার দিকে লংকাপাথারিয়া গ্রামের সামনের সড়কে সন্দেহভাজন অবস্থায় জুয়েল মিয়াকে আটটি গরুসহ আটক করেন গ্রামবাসী। পরে রাত দেড়টার দিকে পুলিশ গিয়ে গরুগুলো উদ্ধার করে এবং জুয়েলকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃত জুয়েল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video