ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ মে ১৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২
#

দেশজুড়ে

কর্নাটকে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৫ জানুয়ারী ২৫, ০৬:০৯ অপরাহ্ন
#

কর্ণাটক, ভারত—২৮ বছর বয়সী এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (২৫ জানুয়ারি) দুপুরে ফেসবুকে এ ঘটনা নিয়ে একটি পোস্টে তিনি বলেন, "ভারতে এক বাংলাদেশি নারীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। বিজেপির তৈরি ঘৃণার কারণে বাংলাদেশ এবং বাংলাদেশিদের প্রতি ভারতের আচরণ এখন ক্ষিপ্ত আক্রোশে পরিণত হয়েছে।" তিনি এই হামলাকে বাংলাদেশ রাষ্ট্রের সম্মানহানির চেষ্টা হিসেবে উল্লেখ করেছেন।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, "ফরেইন মিনিস্ট্রিকে ভারতের কাছ থেকে দ্রুত জবাবদিহি দাবি করতে হবে। হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে হবে এবং ভারতে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ নিতে হবে।"

শুক্রবার বেঙ্গালুরুর রামমূর্তি এলাকার কালকেরে লেকের পাশে ওই বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, তাকে ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে। অনুমান করা হচ্ছে, বৃহস্পতিবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এই ঘটনা ঘটেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video