ঢাকা , শুক্রবার, ২০২৪ মে ১৭, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
#

ক্যাম্পাস

ঢাবি ও চবি’র আসন্ন ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মতবিনিময়

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৩ মে ০৪, ০১:৫৩ অপরাহ্ন
#

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে বিভিন্ন ইউনিট ভিত্তিক চট্টগ্রাম অঞ্চলের ভর্তি প্রার্থীদের ভর্তি পরীক্ষা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষাসমূহ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র‍্যাব, রেলওয়ে কর্তৃপক্ষ, হাটহাজারী উপজেলা প্রশাসন, পিডিবি, সড়ক ও জনপথ বিভাগ, ট্রাফিক বিভাগ এবং ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট সকল সংস্থার প্রতিনিধিবৃন্দের সাথে চবি কর্তৃপক্ষের এক সমন্বয় ও মতবিনিময় সভা বুধবার(৩ মে) সন্ধ্যায় চট্টগ্রাম শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। 

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে উপস্থিত ছিলেন। 

উপাচার্য উপস্থিত সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একটি বিশাল কর্মযজ্ঞ। গত দু’বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসমূহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র হিসেবে সকল মহলের সম্মিলিত প্রচেষ্টায় চবি ক্যাম্পাসে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পরেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে। এ ভর্তি পরীক্ষাসমূহ অতীতের মতো সকল মহলের আন্তরিক সহযোগিতায় সম্পন্ন করতে চবি প্রশাসন অঙ্গীকারাবদ্ধ। 

উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে যে কোন ধরণের গুজব, সন্ত্রাস এবং বিশৃংখলা সৃষ্টিকারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণে চবি প্রশাসন বদ্ধপরিকর; এ ব্যাপারে চবি প্রশাসন কখনো পিছপা হবে না। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অপরাধীকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে এসে প্রচলিত আইনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে।

উপাচার্য আরও বলেন, আসন্ন ঢাবি এবং চবি’র ভর্তি পরীক্ষাসমূহ সুচারুরূপে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীদের অভিভাবক, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। 

মতবিনিময় সভার শুরুতে আসন্ন ভর্তি পরীক্ষার বিস্তারিত কর্ম পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন চবি ভর্তি কমিটির সচিব ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন।

সভায় চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, চবি সিন্ডিকেট সদস্য ও চবি আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, চবি প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার, চবি বিএনসিসি’র কমান্ডিং অফিসার প্রফেসর ড. বায়েজীদ মাহমুদ খান, চবি পরিবহন দপ্তরের প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দীন, চবি এস্টেট শাখার প্রশাসক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম, চবি প্রেস এর প্রশাসক প্রফেসর ড. এফ এম এনায়েত হোসেন, চবি প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সৈয়দ জাহাঙ্গীর ফজল, চবি হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মোঃ আমীরুল ইসলাম, চবি সহকারী প্রক্টরবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার চট্টগ্রাম আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, এসপি পিবিআই চট্টগ্রাম জেলা নাজমুল হাসান, এনএসআই চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী হাওলাদার, চট্টগ্রাম জেলা এনএসআই যুগ্ম পরিচালক মোহাম্মদ মাজহারুল ইসলাম, চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশনস) সুদীপ্ত সরকার পিপিএম, সিএমপি’র ডিসি ট্রাফিক (উত্তর) জয়নুল আবেদীন, সিএমপি’র এসি ট্রাফিক (দক্ষিণ) মোঃ মাসুদ রানা, সিএসবি সিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব খালেদ হোসেন, সহকারী পুলিশ সুপার চট্টগ্রাম মোহাঃ রেজাউল হক, হাটহাজারী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমেদ খান, পুলিশ পরিদর্শক ডিএসবি চট্টগ্রাম মোঃ নজরুল ইসলাম, সিএমপি’র সহকারী কমিশনার (বায়েজীদ জোন) মোহাম্মদ বেলায়েত হোসেন, এএসপি (রেলওয়ে) চট্টগ্রাম জেলা উর্মী দেব, ডিজিএফআই চট্টগ্রাম উপ-পরিচালক মোহাম্মদ ইফতেখার, র‍্যাব-৭ চট্টগ্রাম ডিএডি মোঃ নজরুল ইসলাম, ডিজিএফআই সহকারী পরিচালক চট্টগ্রাম মোঃ আরিফুল হানিফ, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম, ইন্সপেক্টর রেলওয়ে নিরাপত্তা বাহিনী চট্টগ্রাম মোঃ আমান উল্লাহ, ইন্সপেক্টর রেলওয়ে নিরাপত্তা বাহিনী চট্টগ্রাম মোঃ রেজওয়ানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) হাটহাজারী মোঃ আবু রায়হান, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীন, পাঁচলাইশ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান, ইন্সপেক্টর ফায়ার সার্ভিস চট্টগ্রাম মোঃ ফখরুদ্দীন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম সহকারী পরিচালক আবদুল মালেক, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হাটহাজারী সহকারী প্রকৌশলী রাশেদুল ইসলাম, এনএসআই ইনচার্জ (চবি) মোহাম্মদ সোহেল উদ্দিন সহ বিভিন্ন সংস্থার উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত সকলেই চবির আসন্ন ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে সুসম্পন্ন করতে তাঁদের বিজ্ঞ মতামত ও সুপারিশ প্রদান করেন এবং এ কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাঁদের সর্বোচ্চ সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। 
 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video