ঢাকা , শুক্রবার, ২০২৪ মে ১৭, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
#

ক্যাম্পাস

চবিতে ৫০ মুক্তিযোদ্ধাকে সম্মাননার মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন 

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২৩ মার্চ ২৬, ০৫:৪২ অপরাহ্ন
#

গতবছরের ন্যায় এবছরও মহান স্বাধীনতা যুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ ৫০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।

রোববার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। যারা চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন সেক্টরে অবদান রাখেন। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, আজকে সম্মাননা পাওয়া মুক্তিযোদ্ধাদের অবদানে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা গতবছরও ৫০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেছি। এবছর আমরা আরও ৫০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছি। তাঁদের সম্মানিত করতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি। 

উপাচার্য আসবে যাবে তবে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার যে ধারা আমরা চালু করেছি আশা করছি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধুর সোনার দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী ঘোষিত 'স্মার্ট বাংলাদেশ' বিনির্মানে আমাদের যোগ্য হয়ে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে মহান স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, স্বাগত বক্তব্য রাখেন চবি প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার

এতে আরও বক্তব্য রাখেন, চবির সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আবুল মনছুর, শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক ড. দানেশ মিয়া, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর চৌধুরী, এ. এইচ. জিলানি চৌধুরীসহ আরো অনেকে। 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ খায়রুল ইসলাম ও সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া।

এর আগে সকালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video