ঢাকা , বুধবার, ২০২৫ মে ০৭, ২৩ বৈশাখ ১৪৩২
#

দেশজুড়ে

নবী ও আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগে যুবক আটক, জনতার বিক্ষোভ

হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত : শনিবার, ২০২৫ মে ০৩, ০৫:১৫ অপরাহ্ন
#

ঝালকাঠির কীর্তিপাশা এলাকার হরেন আচার্য্যের ছেলে আপন আচার্য্য (২০)-এর বিরুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও মহান আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ এপ্রিল ২০২৫ তারিখে “Rayan Khan” নামক একটি ফেসবুক আইডি থেকে সেনাবাহিনী কর্তৃক একজন হুজুরকে মারধরের একটি ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল— "রাসূলকে অপমান করেছে তাই প্রতিবাদ করতে যাওয়া এই হুজুরকে আপনারা লাঞ্ছিত করে তাড়িয়ে দিয়েছেন। ইনশাআল্লাহ এর জবাব হাশরের ময়দানে দিতে হবে।" উক্ত পোস্টে আপন আচার্য্য ‘হা হা’ ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান।

এই প্রতিক্রিয়াকে কেন্দ্র করে Ryan Khan ও আপন আচার্য্যের মধ্যে ফেসবুক মেসেঞ্জারে বাকবিতণ্ডা হয়। কথাবার্তার একপর্যায়ে আপন আচার্য্য allegedly নবী ও আল্লাহকে নিয়ে গালমন্দ করে কটূক্তিমূলক মন্তব্য করেন। তার এই মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জনমনে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।

শুক্রবার (২ মে) রাতে ক্ষুব্ধ জনতা অভিযুক্ত আপনার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আপনকে নিরাপত্তার স্বার্থে পুলিশি হেফাজতে নেয়।

এ বিষয়ে আপন আচার্য্য ও তার পরিবারের দাবি, তার ফেসবুক আইডিটি হ্যাক হয়েছিল এবং তিনি নিজে এসব মন্তব্য করেননি।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, “আমরা অভিযুক্তকে পুলিশি হেফাজতে রেখেছি এবং জিজ্ঞাসাবাদ করছি। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে এবং আমাদের নিয়ন্ত্রণে আছে।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video