ঢাকা , শনিবার, ২০২৫ মে ১৭, ২ জ্যৈষ্ঠ ১৪৩২
#

জাতীয়

হাইকোর্টের নির্দেশে শেখ হাসিনা পরিবারের দুর্নীতির অভিযোগে দুদকের কার্যক্রম

অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ২২, ০৫:৫৪ অপরাহ্ন
#

নিউইয়র্ক ও লন্ডনে ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার সকালে দুদক সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তাদের বিরুদ্ধে গত ১৫ বছরে বিভিন্ন মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগগুলো তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদ জয়সহ তাদের পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান চলাকালে তদন্ত কমিটি ব্যাংক হিসাব এবং সম্পদ জব্দ বা ক্রোক করতে পারবে।

তদন্তের আওতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৫৯ হাজার কোটি টাকা’সহ বিভিন্ন প্রকল্পে মোট ৮০ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও আশ্রয়ণসহ মোট ৮টি প্রকল্পে দুর্নীতির তথ্য আমলে নিয়েছে দুদক।

গত ৩ সেপ্টেম্বর, শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে এসব অভিযোগের তদন্ত শুরু করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। রিটের শুনানি শেষে গত ১৫ ডিসেম্বর হাইকোর্ট একটি রুল জারি করে, যেখানে এসব অভিযোগ তদন্তে দুদকের নিষ্ক্রিয়তা কেনো অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video