ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ জুলাই ১৭, ১ শ্রাবণ ১৪৩২
#

জাতীয়

মিটফোর্ড হত্যাকাণ্ড: দ্রুত বিচারে ট্রাইব্যুনালে যাবে মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৫ জুলাই ১২, ০২:১২ অপরাহ্ন
#

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (১২ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল লেখেন, “মিটফোর্ড এলাকায় সংঘটিত ভয়াবহ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ইতোমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ গুরুত্বসহকারে তদন্ত শুরু করেছে।”

তিনি আরও জানান, এই পাশবিক ঘটনার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন-২০০২ এর ধারা ১০ অনুযায়ী, দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে মারধর করে এবং ইট-পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়। হত্যার পর মরদেহের ওপরও চালানো হয় নির্যাতন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video