ঢাকা , রবিবার, ২০২৫ মে ২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
#

জাতীয়

মানবিক করিডর নিয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচারে ক্ষুব্ধ এবি পার্টি

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ মে ২২, ০৪:২৬ অপরাহ্ন
#

ভারতীয় গণমাধ্যম মানবিক করিডর ইস্যুতে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, ভারতীয় মিডিয়ার তৈরি অপপ্রচার দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও না জেনে ব্যবহার করছেন।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বন্দর ও মানবিক করিডর সংক্রান্ত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে হটানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে মানবিক করিডর ইস্যুকে সামনে এনে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। একটি গোষ্ঠী স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা বলে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে। জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশকে কোনো পরাশক্তির ছায়া-যুদ্ধের ময়দানে পরিণত হতে দেওয়া যাবে না। একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যুতে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে করণীয় নির্ধারণের আহ্বান জানান তিনি।

বিদেশি ব্যবস্থাপনার প্রতি অন্ধ বিরোধিতার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, “বিদেশি কোনো প্রতিষ্ঠান মানেই জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে—এমন নেতিবাচক ও ষড়যন্ত্রমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণযোগ্য নয়।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video