রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আলভী (২৭) নামে একজন শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আশরাফুল ইসলাম (২৬) নামের অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন। নিহত আলভী ডক্টর মালেকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এই মর্মান্তিক ঘটনা ঘটেছে শুক্রবার (১৬ মে) রাত সোয়া ৮টার দিকে। গুরুতর আহত অবস্থায় দুজনকেই প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক আলভীকে মৃত ঘোষণা করেন। আহত আশরাফুলের চিকিৎসা সেখানে চলমান রয়েছে।
আলভীর মামি মাহি বেগম জানান, ঘটনার সময় আলভী ও আশরাফুল জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। হঠাৎ তিন থেকে চারজন অজ্ঞাত দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। তারা এলোপাথাড়ি কুপিয়ে আলভী ও আশরাফুলকে রক্তাক্ত করে দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থায় প্রথমে জাপান বাংলাদেশ হাসপাতাল এবং পরে ঢামেকে নেওয়া হয়।
নিহত আলভীর পিতার নাম মশিউর খান পাপ্পু এবং আহত আশরাফুলের পিতার নাম মোহাম্মদ মাসুদ। তারা উভয়েই হাজারীবাগের বিজিবি ৫ নম্বর গেট এলাকায় বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, দুজনকে রাতের দিকে হাসপাতালে আনা হলে একজনকে মৃত ঘোষণা করা হয় এবং অপরজনের চিকিৎসা চলছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
মন্তব্য করুন