ঢাকা , রবিবার, ২০২৫ মে ২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
#

জাতীয়

দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি গণঅধিকার পরিষদের

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ মে ২২, ০৪:১৩ অপরাহ্ন
#

দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও নানা অনিয়মের অভিযোগে উপদেষ্টা পরিষদ থেকে ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছে গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার (২২ মে) সকালে রাজধানীর বিজয়নগরে এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, দেশের প্রশাসন এখন শেখ হাসিনার তৈরি "রাষ্ট্র দখলের আইন" দিয়েই চলছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হচ্ছে শুধু ক্ষমতা রক্ষার স্বার্থে। একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিতে গিয়ে সরকারের নিরপেক্ষতা আজ প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। তাই অবিলম্বে দুই উপদেষ্টা — আসিফ মাহমুদ ও মাহফুজ আলম — কে অপসারণ করতে হবে। অন্যথায় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে যমুনা ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, হাইকোর্ট ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর নির্দেশ দিলেও উপদেষ্টা আসিফ মাহমুদ সেই নির্দেশ অমান্য করে তাকে দায়িত্ব নিতে দেননি। তার ভাষায়, সরকারের উপদেষ্টারাই জনমনে ক্ষোভ তৈরি করে আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছেন। এছাড়া তিনি অভিযোগ করেন, নির্বাচনের সময় পিছিয়ে দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় থাকার চক্রান্ত করছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video