ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ মে ১৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২
#

জাতীয়

দাভোসে অধ্যাপক ইউনূসের সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৫ জানুয়ারী ২২, ০৫:১৪ অপরাহ্ন
#

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের অবকাশে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে একটি বৈঠকে মিলিত হন।

বৈঠকে তারা ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ভূরাজনৈতিক ইস্যুতে গ্লোবাল সাউথের বাড়তে থাকা ভূমিকা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, "আমাদের এমন একটি পৃথিবী দরকার যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।" অধ্যাপক ইউনূস এই বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত সংস্কার কর্মসূচি সম্পর্কে প্রেসিডেন্ট স্টাবকে অবহিত করেন। জবাবে প্রেসিডেন্ট স্টাব বলেন, "আমি আপনাদের সফলতা কামনা করছি।"

বৈঠকে গ্লোবাল সাউথের দেশগুলোর প্রতি আন্তর্জাতিক ইস্যুগুলিতে আরও সক্রিয় ভূমিকা গ্রহণের আহ্বান জানান ফিনল্যান্ডের প্রেসিডেন্ট।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের ব্যাংকিং খাতে ব্যাপক লুটপাট ও দুর্নীতি হয়েছিল। তিনি জানান, প্রায় ১৭ বিলিয়ন মার্কিন ডলার ব্যাংক থেকে লুট করা হয়েছিল।

তিনি আরও জানান, তাঁর সরকার রোহিঙ্গা সংকট নিয়ে একটি বড় আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে। এই সম্মেলনের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশাকে পুনরায় বৈশ্বিক আলোচনায় আনতে চেষ্টা করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video