ঢাকা , শুক্রবার, ২০২৫ মে ১৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩২
#

জাতীয়

জামায়াত আমীর ডা. শফিকুর রহমান: দেশে বৈষম্য দূর করে মানবিক দেশ গড়া সম্ভব

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৪ ডিসেম্বর ২৫, ০৩:২২ অপরাহ্ন
#

বাংলাদেশে সত্যিকারের একটি পরিবর্তনের প্লাবন সৃষ্টি হয়েছে, এবং এই পরিবর্তন ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডক্টরস ফোরাম বাংলাদেশ আয়োজিত জাতীয় চিকিৎসক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, "দেশকে এগিয়ে নিতে দেশের অভ্যন্তরীণ সব বৈষম্য দূর করতে হবে। বৈষম্য দূর হলেই দেশ এগিয়ে যাবে।" জামায়াত আমীর আরও বলেন, "ডাক্তাররা চাইলে একটি মানবিক দেশ গড়তে পারে। এজন্য সব পর্যায় থেকে ডাক্তারদের সহায়তা করার আহ্বান জানান তিনি।"

ডা. শফিকুর রহমান বলেন, "পড়াশোনার মধ্য দিয়ে জ্ঞান অর্জন ও রিসার্চ ছাড়া একটা দেশ এগিয়ে যেতে পারে না।" তাই এই দুটি ক্ষেত্রে ডাক্তারদের জোর দেয়ার তাগিদ দিয়েছেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video