ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ আগস্ট ২৮, ১৩ ভাদ্র ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

১ ফেব্রুয়ারি উত্তর রাঙ্গুনিয়ায় বিএনপির বিশাল সমাবেশ

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ ফেব্রুয়ারী ০১, ১২:২৫ অপরাহ্ন
#

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের প্রচারে আগামীকাল ১ ফেব্রুয়ারি উত্তর রাঙ্গুনিয়া কলেজ মাঠে বিএনপি নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরীর বিশাল সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা সমাবেশস্থল পরিদর্শন করেছেন।

সুষ্ঠু ও সুন্দর পরিবেশে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটানোর জন্য নেতারা মঞ্চ প্রস্তুতির বিভিন্ন কাজ ঘুরে দেখেন। রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন চৌধুরী এবং উত্তর জেলা যুবদলের সি. সহ-সভাপতি ইউসুফ চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সি. সহ-সভাপতি আনছুর উদ্দিনের নেতৃত্বে মাঠ পরিদর্শন করেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

মাঠ পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের প্রচারে উত্তর রাঙ্গুনিয়ায় আয়োজিত আগামীকালের বিশাল সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিপুল জনসমাগম ঘটানোর জন্য নেতা-কর্মীদের তাগিদ দেন।

এ সময় উপস্থিত ছিলেন হাজী ইলিয়াস শিকদার, দিদারুল আলম জসিম, কে কে জসিম উদ্দিন চৌধুরী, মো. আবদুল গফুর খান, নাসির উদ্দীন নসু, দিদারুল আলম, ফারুকুল ইসলাম, আবুল হোসেন, আবু বক্কর, তোহা ও পারভেজসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video