সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলাল হাট এলাকায় গতকাল শনিবার রাত ৮টার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী মো. রাশেদ (২৬)।
অন্যদিকে, সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকায় শুক্রবার সকালে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় পাঁচ বছর বয়সী শিশু তানহা। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তানহার মৃত্যু হয়। তানহা সলিমপুরের বাসিন্দা বাদশার কন্যা।
এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমেন দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন