ঢাকা , শুক্রবার, ২০২৪ মে ১৭, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

সিএমপি'র আকবরশাহ্ থানার অভিযানে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের R 15M মোটরসাইকেল, আইফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় লুন্ঠিত মোটরসাইকেল, ৩ টি আইফোন, ছিনতাই কাজে ব্যবহৃত টিপ ছোরা উদ্ধার, গ্রেফতার ০৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ মে ০২, ১১:১৭ পূর্বাহ্ন
#

বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র রাহিক আলম আরিয়ান ও  তার বন্ধু মোহাম্মদ রিদুয়ান হোসেন হৃদয় সহ থানায় হাজির হয়ে জানান, সে ও তার বন্ধু হৃদয় মোটর সাইকেল যাহার রেজিঃ নং- চট্টমেট্রো-ল- ১৮-৬৬৮৫ যোগে পতেঙ্গা বীচ এলাকায় বেড়ানোর উদ্দেশ্যে গত ৩০/০৪/২০২৪ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ০৫:৩০ ঘটিকার সময় নিজ বাসা হতে রওনা করে। পথিমধ্যে গত ৩০/০৪/২০২৪খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ০৬:০২ ঘটিকার সময় আকবর শাহ্ থানাধীন বায়েজিদ লিংক রোডস্থ ৪নং ব্রীজের পূর্ব পাশের জোড়া বৈদ্যুতিক খুঁটির সামনে ফুটপাতের উপর অবস্থানকালে ( অতিরিক্ত গরমের কারণে প্রাকৃতিক বাতাস নেওয়ার সময়) অজ্ঞাতনামা ৪ জন বিবাদী হাতে ছোরা নিয়ে হঠাৎ তাদের সামনে এসে ছোরা দ্বারা ভয় দেখিয়ে তাদের কাছে যা কিছু আছে দিয়ে দিতে বলে।

তখন তারা তাদের নিকট থাকা মালামাল দিতে অপরাগতা প্রকাশ করলে বিবাদীরা উভয়কে চড়-থাপ্পড় মারতে থাকে। একপর্যায়ে অজ্ঞাতনামা ১ জন বিবাদী বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র আরিয়ান এর গলায় ছোরা ধরে মোটরসাইকেলের চাবি, গাড়ীর ডকুমেন্ট সহ ০১(এক)টি ইয়ামাহা R 15M মোটর সাইকেল, যাহার মূল্য ৭,২৫,০০০/-(সাত লক্ষ পঁচিশ হাজার) টাকা ও অপর একজন বিবাদী তার পরিহিত প্যান্টের সামনের পকেটে থাকা ০১টি Iphone 13 Pro Max মোবাইল সেট, যাহার সীম নং- ০১৪০০৮৯৭৫৯৯, যাহার মূল্য অনুমান ১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার) টাকা এবং আরো একজন বিবাদী তার বন্ধু মোহাম্মদ রিদুয়ান হোসেন হৃদয় এর নিকট থাকা ০১টি Iphone 13 Pro মোবাইল সেট, যাহার সীম নং-০১৭৫০৩৬৮৫০১, যাহার মূল্য অনুমান ৮৩,০০০/-(তিরাশি হাজার) টাকা ও ০১টি Iphone 11 মোবাইল সেট, যাহার সীম নং-০১৮৭৬২১৫১৯৪, যাহার মূল্য অনুমান ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা এবং অপর একজন বিবাদী তার বন্ধুর পরিহিত প্যান্টের পকেটে থাকা ০১টি মানিব্যাগ সহ নগদ ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা, ড্রাইভিং লাইসেন্স, সর্বমোট ৯,৯৩,০০০/-(নয় লক্ষ তিরানবব্বই হাজার) টাকার মালামাল জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

উক্ত ঘটনায় বাদী রাহিক আলম আরিয়ান অজ্ঞাতনামা ৪(চার)জন বিবাদীর বিরুদ্ধে এজাহার দায়ের করলে আকবরশাহ্ থানার মামলা নং-০১, তারিখ-০১/৫/২০২৪ খ্রীঃ, ধারা-৩৯৪ পেনাল কোড রুজু পূর্বক এসআই এইচ এম ওয়াহিদুল্লাহ'র উপর তদন্তভার অর্পণ করা হয়।

মামলা রুজু পরবর্তী সিএমপি'র পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান এর সার্বিক দিক-নির্দেশনায় এডিসি জনাব স্পিনা রানী প্রামাণিক ও পাহাড়তলী জোনের এসি জনাব মোঃ মঈনুর রহমান এর তত্ত্বাবধানে আকবারশাহ্ থানার অফিসার ইনচার্জ গোলাম রব্বানী এর নেতৃত্বে আকবরশাহ্ থানার এসআই(নিঃ) এইচ এম এরশাদ উল্লাহ, এইচ এম ওয়াহিদুল্লাহ, এসআই দীপন পাল, এএসআই এনামুল হক, এএসআই লাল মিয়া সঙ্গীয় ফোর্সসহ মামলার বাদীকে আকবরশাহ্ থানা এলাকার চিহ্নিত ছিনতাইকারীদের ছবি প্রদর্শন করে আসামীদের সনাক্ত পূর্বক বিশ্বস্ত গুপ্তচরের তথ্যের ভিত্তিতে মামলার বাদীকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে মামলার ঘটনায় সরাসরি জড়িত তদন্তে প্রাপ্ত আসামী মোঃ রাকিবুল হাসান জাহিদ প্রকাশ পিচ্ছি জাহিদ (২৪), আব্দুল হালিম রিংকু (২৩), মোঃ জিহাদ হোসেন প্রঃ বাক্কা (২০) দেরকে আকবরশাহ্ থানাধীন শাপলা আবাসিক এলাকা হতে গ্রেফতার করা হয়।

গ্রেফতার পরবর্তী দেহ তল্লাশী করে আসামী মোঃ রাকিবুল হাসান জাহিদ প্রকাশ পিচ্ছি জাহিদ এর হেফাজত হতে লুন্ঠিত ০১(এক)টি Iphone 13 Pro Max মোবাইল সেট, আসামী আব্দুল হালিম রিংকু এর হেফাজত হইতে লুন্ঠিত ০১(এক)টি Iphone 13 Pro মোবাইল সেট, আসামী মোঃ জিহাদ হোসেন প্রঃ বাক্কা এর হেফাজত হতে লুন্ঠিত ০১(এক)টি Iphone 11 মোবাইল সেট উদ্ধার পূর্বক সাক্ষীদের উপস্থিতিতে এসআই

এইচ এম ওয়াহিদুল্লাহ ইং ০১/৫/২০২৪ তারিখ রাত ০২.৩০ ঘঃ জব্দ তালিকা মূলে জব্দ করেন।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী রাকিবুল হাসান জাহিদ, আব্দুল হালিম ও জিহাদ হোসেনদের দেখানো এবং সনাক্ত মতে আকবরশাহ্ থানাধীন নিউ মুনসুরাবাদ এলাকা হতে আসামী সাব্বির হোসেন সৈকত কে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত হতে ছিনতাইকৃত মোটরসাইকেলের চাবি ও গাড়ীর ডকুমেন্ট সহ ০১(এক) টি ইয়ামাহা R 15M মোটর সাইকেল, যাহার রেজিঃ নং- চট্ট মেট্রো-ল- ১৮-৬৬৮৫ এবং ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি টিপ ছোরা উদ্ধার পূর্বক এসআই এইচ এম ওয়াহিদুল্লাহ ইং ০১/৫/২০২৪ তারিখ ভোর ০৪.৩০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন। আসামীদেরকে জিজ্ঞাসাবাদে মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামীরা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। আসামীরা দীর্ঘদিন যাবত বায়েজিদ লিংক রোড এলাকায় পথচারী ও পর্যটকদের ভয় দেখিয়ে বিভিন্ন মালামাল ছিনতাই করে আসছিলো মর্মে জানা যায়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। আসামিদের কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা-

১) সাব্বির হোসেন সৈকত(২৩), পিতা-বেলাল হোসেন, মাতা-শিউলী আক্তার, সাং-মধ্যম চরুরিয়া, সুজন মিয়ার বাড়ী, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী, বর্তমানে-ভিতর ফিরোজশাহ্, হাজী ঘোনা, সিদ্দিক পুলিশের বাড়ী, থানা-আকবরশাহ্, জেলা-চট্টগ্রাম।

২) মোঃ রাকিবুল হাসান জাহিদ প্রকাশ পিচ্ছি জাহিদ (২৪), পিতা-মজনু শেখ, মাতা-লাকী বেগম, সাং-বিক্রমপুর, বাবুর বাড়ী, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ, বর্তমানে-কালুশাহ্ নগর, মাজার সংলগ্ন, আলম বাড়ী, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম।

৩) আব্দুল হালিম রিংকু(২৩), পিতা-মোঃ শাহজাহান, মাতা-ছেমন আরা বেগম, সাং-লালপুল, কুড়িরহাট, মিজি বাড়ী, থানা-সোনাগাজী, জেলা-ফেনী, বর্তমানে-শাপলা আবাসিক এলাকা, ছোট গ্যাস লাইন, চায়ের দোকানদার শাহ্জাহান এর ঘর, থানা-আকবরশাহ্, জেলা-চট্টগ্রাম।

৪) মোঃ জিহাদ হোসেন প্রঃ বাক্কা(২০), পিতা-মোঃ জাকির হোসেন, মাতা-রোজিনা বেগম, সাং-শাপলা আবাসিক এলাকা, মসজিদের পাশে, মনসুর আহাম্মদ এর বাড়ী, থানা-আকবরশাহ্, জেলা-চট্টগ্রাম।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video