চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন সরফভাটায় জিয়া মঞ্চের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।
গতকাল ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকালে উপজেলার সরফভাটা ইউনিয়নের ইত্যাদি চত্বর, ক্ষেত্রবাজার, মেহেরিয়া মাদরাসাসহ দক্ষিণ রাঙ্গুনিয়ার সংযোগ সড়কের বিভিন্ন স্থানে স্থানীয় দোকানদার, জনসাধারণ ও পথচারীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত পথসভায় জিয়া মঞ্চ সরফভাটা ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমান মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. সালাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. ইফতেখার উদ্দিন রুবেল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আব্দুল আলীম সওদাগর, সরফভাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. ফোরকান, জিয়া মঞ্চ রাঙ্গুনিয়া উপজেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান সিকদার, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আবু সুফিয়ান, যুগ্ম সম্পাদক মোজাহের ইসলাম, মোহাম্মদ বেলাল হোসেন, সরফভাটা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালমান সাঈদ, জমির হোসেন, সোহেল অর্ণব, মুন্না প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ফেলে যাওয়া ভঙ্গুর রাষ্ট্রকে মেরামত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। অবিলম্বে এর পরিপূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়ে নেতৃবৃন্দ জনসাধারণের কাছে ৩১ দফার যৌক্তিকতা তুলে ধরে লিফলেট বিতরণ করেন।
মন্তব্য করুন