চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ১১/০২/২৫ খ্রিঃ (মঙ্গলবার) মাহমুদুর রহমান ঈশান (২৫) নামের এক ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে সন্দ্বীপ থানা পুলিশ।
আটক ব্যক্তি সন্দ্বীপ থানাধীন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কুচিয়ামোড়া এলাকার বাসিন্দা।
জানা গেছে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঈশানকে ১২ পিস ইয়াবাসহ এনাম নাহারের উত্তর মাথায় অবস্থানকালে অভিযান চালায়। পুলিশ উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে এএসআই জয়নুল ও শাহ পরান তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, থানা ডায়রি নং ৩৯৩ অনুযায়ী, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর সারনির ১০ (ক) ধারায় অপরাধ করায় নিয়মিত মামলা রুজু করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন