ঢাকা , রবিবার, ২০২৫ মে ২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

সংগঠনের গতি আনতে মতবিনিময়ে ব্যস্ত প্রেসক্লাব নেতারা

মিলন বৈদ্য শুভ, রাউজান প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ মে ২০, ১২:৫৪ অপরাহ্ন
#

রাউজান প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) উপজেলা সদরের জলিল নগরস্থ সংগঠনের স্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম বেলাল উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা।

আলোচ্যসূচির উপর আলোকপাত করে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন জুবায়ের, সহ-সভাপতি সাহেদুর রহমান মোরসেদ, হাবিবুর রহমান ও যীশু সেন, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনসারি ও আমীর হামজা, সহ-সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, অর্থ সম্পাদক অনিসুর রহমান, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া এবং সিনিয়র সদস্য আরাফাত হোসেন।

আলোচনায় বক্তারা বলেন, রাউজানের সংবাদকর্মীরা বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে নিরপেক্ষতা বজায় রেখে তাদের পেশাদারিত্ব প্রমাণ করে চলেছেন। সংগঠনের আগামীর কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনতে কর্মকর্তারা বিভিন্ন মতামত তুলে ধরেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video