ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ মে ১৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

শীতার্তদের মাঝে জামায়াত ইসলামী উরকিরচর ইউনিয়ন শাখার শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৫ জানুয়ারী ১৮, ০৩:৫৫ অপরাহ্ন
#

বাংলাদেশ জামায়াত ইসলামী উরকিরচর ইউনিয়ন শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উরকিরচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার সহ সভাপতি লোকমান হাকিম।

উরকিরচর ইউনিয়ন শাখার সভাপতি করিম উল্লাহ স্বাগত বক্তব্য রাখেন, উরকিরচর ইউনিয়ন শাখার সম্পাদক মোহাম্মদ ইসমাইলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আমির মুহাম্মদ শাজাহান মন্জু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বায়তুল মাল সেক্রেটারী বেলাল মোহাম্মদ, উপজেলা ওলামা বিভাগের সভাপতি নাজিমুদ্দীন আল আজাদ, ইউনিয়ন বায়তুল মাল সেক্রেটারী আতাউল মোস্তফা, উপস্থিত ছিলেন আছাদুজ্জামান রনি, নুরুল আজিজ, তৈয়ব উদ্দিন, আবদুর রহমান, প্রমুখ। প্রধান অতিথি বলেন, জামায়াত ইসলামী হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে এবং মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে পেতে কাজ করে যাচ্ছেন। এসময় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল তুলে দেন নেতৃবৃন্দ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video