ঢাকা , শুক্রবার, ২০২৪ মে ১৭, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

মে দিবসের আলোচনা সভায় মোতাহেরুল ইসলাম এমপি , পাকিস্তানিরা শ্রমিকদের রক্ত শোষন করেছেন

নিজস্ব প্রতিবেদক, পটিয়া
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ মে ০২, ১১:৫৩ পূর্বাহ্ন
#

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা  মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন,পাকিস্তানিরা শাসনের নামে আমাদের শ্রমিকদের রক্ত শোষণ করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষক, শ্রমিক, কামার,কুমার, দিন মজুর,খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে নিজের জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছেন।

বঙ্গবন্ধু কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষকে ভালবাসতেন। শ্রমিকদের যে কোন ন্যায্য দাবীর প্রতি আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা সন্মান জানায়।শ্রমিকরা যেখানে তাদের ন্যায্য দাবীর জন্য নির্যাতিত, নিপীড়িত ও অবহেলিত হবে সেখানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদের পাশে থাকবে। 

বুধবার (১ মে) বিকেলে আওয়ামী সুপার মার্কেটের সামনে পটিয়া পৌরসভা শ্রমিক লীগের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইউসুফ নবী টিপুর পরিচালনায় অনুষ্ঠিত মহান মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। 

এসময় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান,যুগ্ম সম্পাদক প্রদীপ দাশ,পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক বদিউল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য মোজাহেরুল আলম চৌধুরী, নাছির উদ্দীন, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনর রশীদ, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার ,দক্ষিণ জেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হাকিম,পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম এন এ নাছির, পৌরসভা যুবলীগের সভাপতি নুর আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, অটো টেম্পু শ্রমিক সমবায় সমিতি সভাপতি খোরশেদ আলম প্রমূখ। 

প্রধান বক্তার বক্তব্যে মফিজুর রহমান বলেন, শ্রমিকরা রক্ত দিয়ে তাদের ন্যায্য দাবী ৮ ঘন্টা কর্ম সময় প্রতিষ্ঠা করেছে। অনেক সময় তাদের অনেক ন্যায্য দাবী আমলে নেয়া হয়না। আমাদের সকলের উচিত এ বিষয়ে গুরুত্ব দেওয়া।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video