ঢাকা , শুক্রবার, ২০২৫ মে ০৯, ২৬ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

মাদক সম্রাট জলকের নেতৃত্বে ফলজ গাছ কাটার অভিযোগ

অনিরুদ্ধ অপু, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ০১, ১২:৫৭ অপরাহ্ন
#

রাঙ্গুনিয়া রাজানগরে স্থানীয় কয়েক চিহ্নিত দুর্বৃত্তরা ঘাগড়াকুল লেদু মিস্ত্রি বাড়ির ফলন্ত বাগানের কলাগাছ ও ফলজ গাছ কেটে দিয়েছে। এ ঘটনার ফলে স্থানীয়দের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছে।

গত কদিন আগে বশির আহম্মদের ছেলে, দিন দুপুরে মাদক সম্রাট জলক তার ভাই ফরিদ ও গুন্নু মিয়ার ছেলে শাহ আলম দলবল নিয়ে কোন কারণ ছাড়াই ফলজ বাগান কেটে সাবার করে দেয়। এ ঘটনার কারণ জানতে চাইলে তারা জানায়, বাগানে ভিতর দিয়ে চলাচলের রাস্তা করতে হবে। কাউকে কোনো অবগত না করে অন্যের জমির ফলন্ত গাছ কর্তন করা এবং রাস্তা নির্মাণের বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগের সূত্র ধরে আরও জানা গেছে, সদ্য প্রবাস ফেরত বরণ ছড়ি পটিয়া পাড়া প্রবাসী নুরুর আলমের (৪০) কাছ থেকে জলক ও তার সহযোযোগীরা একই এলাকায় গৃহ নির্মাণ কাজের জন্য ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছে। টাকা না দিলে নির্মাণ কাজ বন্ধ করে দেয়ার হুমকি দেয়। এব্যাপারে রাঙ্গুনিয়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে ইউপি সদস্যা শামীমা আকতার অভিযোগ দায়ের করেছেন।

এব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত মো. জলক জোরপূর্বক গাছ কর্তন ও রাস্তা নির্মাণের বিষয়ে বলেন, রাস্তা নির্মাণের বিষয়ে প্রাথমিকভাবে আলাপ হয়েছিল কিন্তু অনুমতি নেয়া হয়নি। তবে অভিযুক্তের স্বামী সিরাজ সওদাগর বলেন, গত বৃহস্পতিবার কয়েকজন সংবাদ কর্মীসহ ঘটনাস্থলে গিয়ে গাছ কর্তন পর্যবেক্ষণ করেছেন। এসময় অভিযুক্তরা গাছ কর্তনের বিষয়ে ভুল স্বীকার করেছে এবং তারা উভয় পক্ষের মধ্যে বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা করার জন্য স্থানীয়ভাবে আশ্বাস দিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video