ঢাকা , শুক্রবার, ২০২৪ মে ১৭, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

বাংলাদেশ সৎসঙ্গ চট্টগ্রাম হাটহাজারী উপজেলা উৎসবের পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পূর্ণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৪ এপ্রিল ২৭, ০১:১৬ অপরাহ্ন
#

হাটহাজারী উপজেলা কমিটির উদ্যোগে পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬ তম শুভ মহা মহোৎস্যদের পূর্ণমিলনী অনুষ্ঠান সৎসঙ্গ কেন্দ্র নন্দীরহাট মন্দিরে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন প্রশান্ত কুমার নন্দী, সভাপতি সৎসঙ্গ কেন্দ্র নন্দীরহাট  সঞ্চালনায় প্রিয়তোষ বল সাধারণ সম্পাদক সৎসঙ্গ  কেন্দ্র মেকল। উৎসব কমিটি সাধারণ সম্পাদক গোপাল কৃষ্ণ চৌধুরী হাটহাজারী শ্রী মন্দির। অর্থ সম্পাদক অনিল চন্দ্র পাল সৎসঙ্গ শাখা সরকারহাট।

এতে আরো উপস্থিত ছিলেন শ্রীশ্রী ঠাকুরের যাজক পাঞ্জাধারি রঞ্জন কুমার দে। ও  ডা: সন্তোষ কুমার শীল, বিজয় কৃষ্ণ চৌধুরী, শিমুল মিত্র, জয় ভৌমক, অনিক চৌধুরী,  রুবেল নন্দী, সুবাস চৌধুরী, রাজীব দত্ত, চন্দন চৌধুরী, চন্দন দে, শিব শঙ্কর দে, বিশ্বজিৎ শীল, দুলাল নন্দী, ঝন্টু  ধর,জনি দে, হরিদন রুদ্র, আকাশ বিশ্বাস, জনি ভট্টাচার্য, কাঞ্চন আচার্য্য, মিসহন চৌধুরী, এবং উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা প্রত্যেক মন্দিরের সদস্যবৃন্দ।

সভাপতি বলেন হাটহাজারীতে যতগুলা মন্দির আছে। আমরা প্রতিটা সদস্য এক পরিবারের হয়ে মন্দিরের যতগুলি সদস্য আছে সবাইকে  এক করার চেষ্টা করব। এবং সরকারহাট একটা মন্দির করতে চাইছে। সেটাও আমরা মিলেমিশে করবো।শ্রীশ্রী ঠাকুরের কাজ এগিয়ে নিয়ে যাব। এবং প্রত্যেকটা মন্দিরের যতগুলি সমস্যা আছে সবাই মিলে সংশোধন করব কোথায় কি আছে কোথায় কি ঘাটতি আছে আমরা দেখব অন্যের বিপদে এগিয়ে যাব।

হাটহাজারী উপজেলা একটা কমিটি গঠন হবে প্রত্যেক বছর বড় করে উৎসব হবে। এভাবে আমরা সবাই একসাথে পথ চল্লে সবই আমাদের পক্ষে করা সম্ভব। শ্রীশ্রী ঠাকুর বলেছেন এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া, জয় গুরু।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video