ঢাকা , রবিবার, ২০২৫ মে ১১, ২৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে শহীদ নামে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৫ ফেব্রুয়ারী ০২, ০৫:০১ অপরাহ্ন
#

চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারায় শহীদ নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া নয়া পাড়ার সেলিমের দোকান নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহীদের বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় শহীদ তার বন্ধুর মা ছন্দনা বানুসহ চা খেতে যায় সেলিমের দোকানে। এ সময় শহীদকে একা পেয়ে জনৈক আহমদ ছাফার নেতৃত্বে ২০-৩০ জন স্থানীয় লোক এলোপাতাড়ি পিটুনি দেয়। পরে গুরুতর জখম অবস্থায় তাকে পুলিশ উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাতে সেখানে তার মৃত্যু হয়।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video