ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ মে ০৮, ২৪ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়ি লিজেন্ডের আয়োজনে উত্তেজনাপূর্ণ ক্রিকেট ম্যাচ

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ মে ০৭, ১২:৩৪ অপরাহ্ন
#

চট্টগ্রামের ফটিকছড়িতে গত ৬ মে (মঙ্গলবার) বিকেলে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে ‘ফটিকছড়ি লিজেন্ড’-এর আয়োজনে আন্তঃইউনিয়ন ফটিকছড়ি টেপটেনিস ক্রিকেট টুর্নামেন্টের ৬ষ্ঠ খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আজকান প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান কাজী মোহাম্মদ ইকবাল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফটিকছড়ি উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি বায়েজিদ হাসান মুরাদ।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ রাশেদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ শামসুল আলম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর উলামা বিভাগের নেতৃবৃন্দ—বাংলাদেশ মসজিদ মিশন ফটিকছড়ি থানার সেক্রেটারি ও লিম ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা মাওলানা মোহাম্মদ আলী হোসেন, মোহাম্মদ মহিন উদ্দিন এবং সংবর্ধিত অতিথি মোহাম্মদ জামসেদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফটিকছড়ি উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোহাম্মদ নবীর হোসেন মাসুদ।
সঞ্চালনা করেন আজিজুল হক মামুন ও তানভীর।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ফটিকছড়ির দুই শক্তিশালী দল—ধর্মপুর ইউনিয়ন বনাম ধুরুং ইউনিয়ন।
টসে জিতে ধুরুং ইউনিয়ন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারা নির্ধারিত ১২ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ধর্মপুর ইউনিয়ন ১১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৯ রান করে জয় লাভ করে।

এই জয়ের মাধ্যমে ধর্মপুর ইউনিয়ন ৭ উইকেটে জয়লাভ করে এবং টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
খেলার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আয়াছ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video