ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ মে ০৮, ২৪ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

পলোগ্রাউন্ড সমাবেশ সফল করতে রাঙ্গুনিয়ায় বিএনপির প্রচারণা মিছিল

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ মে ০৭, ০৩:০২ অপরাহ্ন
#

আগামী ১০ মে ঢাকার ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সমাবেশ সফল করতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রচারণামূলক মিছিল করেছেন নেতাকর্মীরা।

মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের রানীরহাট বাজারে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরীর নেতৃত্বে এ প্রচারণামিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন—চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী, সহ-সভাপতি শাহেদ কামাল তালুকদার, কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-সভাপতি ওয়াকিল আহমদ তালুকদার, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম জসিম, যুবদলের সহ-সম্পাদক মাস্টার এম. কামাল উদ্দিন, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবিএম সাইফুদ্দীন, রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম সওদাগর, উপজেলা বিএনপির সদস্য জাহেদুল আলম চৌধুরী, রাজানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন মাহমুদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম, রাজানগর যুবদলের আহ্বায়ক আবু মনছুর তালুকদার, ইসলামপুর যুবদলের সভাপতি মঞ্জুরুল আলম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মুহাম্মদ আলমগীর, জেলা জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দিন, ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি আব্দুল জব্বার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিম উদ্দিন লিটন, ইসলামপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল ইসলাম পারভেজ, সদস্য সচিব মুহাম্মদ ইব্রাহিম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, জিয়া মঞ্চের সভাপতি মনছুর আলম, রাজানগর ছাত্রদলের সভাপতি আজিম উদ্দিন, শ্রমিক দলের সভাপতি রাশেদ ও সাধারণ সম্পাদক সাইফুলসহ অনেকে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video