ঢাকা , শনিবার, ২০২৫ মে ১৭, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ২২, ০২:৩৫ অপরাহ্ন
#

চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন মোহাম্মদ সাবু (৬০) ও একই এলাকার মোহাম্মদ ভোলা (৫০)।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে হরিণখাইনের হাসপাতাল এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, রবিবার সকালে চট্টগ্রাম ছেড়ে আসা একটি বাস ও পটিয়া ছেড়ে যাওয়া একটি মিনি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুই পথচারী ভোলা ও সাবুকে চাপা দিয়ে বাসটি খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি ওসিম উদ্দিন জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন মারা গেছেন। তবে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি শুনেছেন। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ গাড়ি উদ্ধার করেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video