ঢাকা , মঙ্গলবার, ২০২৫ মে ০৬, ২৩ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

নতুন কমিটিকে শক্তিশালী করতে প্রস্তুত দক্ষিণ জেলা বিএনপি

মো. জিয়া উদ্দিন, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ মে ০৬, ০৫:২১ অপরাহ্ন
#

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ৫৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে ৯ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ৪৩ জনকে সদস্য করা হয়েছে।

কমিটিতে মো. ইদ্রিস মিয়াকে আহ্বায়ক, লায়ন হেলাল উদ্দীনকে সদস্য সচিব এবং আলী আব্বাসকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ মে) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে চন্দনাইশ উপজেলা থেকে যাঁরা স্থান পেয়েছেন তারা হলেন—চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী (যুগ্ম আহ্বায়ক), চন্দনাইশ পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখতেয়ার হোসেন চৌধুরী (সদস্য) এবং হেলাল উদ্দিন সিআইপি (সদস্য)।

নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী বলেন, “এই কমিটি দলের ভবিষ্যৎ কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দলের তৃণমূল নেতাকর্মীরা যেসব দাবি তুলেছেন, তা নতুন নেতৃত্ব নির্বাচনে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।”

দক্ষিণ জেলা বিএনপির নবনির্বাচিত সদস্য ইখতেয়ার হোসেন চৌধুরী বলেন, “দলের দুঃসময়ে চন্দনাইশ পৌরসভা বিএনপিকে সংগঠিত রাখতে নির্দেশনা অনুযায়ী সকল কার্যক্রম পরিচালনা করেছি। মামলার আসামি হয়েছি, হামলার শিকার হয়েছি। দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে এগিয়ে নিতে যা কিছু প্রয়োজন, তা করব। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক সকল কার্যক্রম জোরালোভাবে পরিচালনা করা হবে।”

নবগঠিত কমিটির আরেক সদস্য হেলাল উদ্দিন বলেন, “দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলাম। দক্ষিণ জেলার নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা হবে।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video