ঢাকা , শুক্রবার, ২০২৫ মে ১৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

দ্বিতীয়বার সিআইপি মনোনীত হওয়ায় রাউজানে সংবর্ধনা

নেজাম উদ্দিন রানা রাউজান (চট্টগ্রাম)
প্রকাশিত : বুধবার, ২০২৪ ডিসেম্বর ২৫, ১২:৪৮ অপরাহ্ন
#

রাউজান প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দেশের অর্থনীতির অগ্রযাত্রা রেমিট্যান্সের মাধ্যমে প্রবাসীদের অবদানে গতিশীল হয়েছে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি ব্যবসায়ীরা সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন। প্রবাসী ব্যবসায়ী ও রাউজানের সন্তান জুলফিকার ওসমান সততা ও নিষ্ঠার সঙ্গে প্রবাসে ব্যবসা পরিচালনার মাধ্যমে রেমিট্যান্স প্রেরণ করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। একই সঙ্গে তিনি অনেক শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন।

সরকার তার অবদানের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো জুলফিকার ওসমানকে বানিজ্যিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) মনোনীত করেছে। এতে দেশে এবং প্রবাসে তার ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এই সম্মাননা তাকে ভবিষ্যতে আরও বেশি অবদান রাখতে অনুপ্রাণিত করবে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলা সদরের জলিল নগরে রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জুলফিকার ওসমানকে সংবর্ধিত করা হয়। তিনি রয়্যাল গ্রিন ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস ট্রেডিং এলএলসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রবাসে সফল ব্যবসা পরিচালনা করে দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এম বেলাল উদ্দীন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা। প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক তসলিম উদ্দিন এবং প্রবাসী ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ-সভাপতি এম জাহাঙ্গীর নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক এস.এম. ইউসুফ উদ্দিন, গাজী জয়নাল আবেদীন যুবায়ের, সিনিয়র সহ-সভাপতি এম রমজান আলী, সহ-সভাপতি হাবিবুর রহমান, যীশু সেন, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী, আমীর হামজা, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, সহ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, অর্থ সম্পাদক আনিসুর রহমান, সিনিয়র সদস্য আরফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া, প্রচার সম্পাদক রয়েল দত্ত এবং সংবাদকর্মী সোহেল রানা।

অনুষ্ঠানে সিআইপি মনোনীত হওয়ায় প্রবাসী ব্যবসায়ী জুলফিকার ওসমানের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা ও প্রেসক্লাবের সিনিয়র নেতৃবৃন্দ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video