ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ মে ০৮, ২৫ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

তিন দশকের সেবায় ‘মানবতার প্রতীক’ সূর্যের হাসি ক্লিনিক

মুহাম্মদ ওসমান হোসেইন, কর্ণফুলী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ মে ০৮, ০১:০৪ অপরাহ্ন
#

চট্টগ্রামের কর্ণফুলীর অন্যতম স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান "সূর্যের হাসি নেটওয়ার্ক ক্লিনিক" আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ মে (বুধবার) সকালে সূর্যের হাসি নেটওয়ার্ক ক্লিনিক কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সূর্যের হাসি ক্লিনিকের প্রধান কার্যালয়ের পরিচালনা পর্ষদের মহাব্যবস্থাপক কর্নেল (অব.) মোহাম্মদ ইফতেখারুল হক।

সভায় আরও উপস্থিত ছিলেন সূর্যের হাসি নেটওয়ার্কের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (ক্লিনিক্যাল সার্ভিসেস) ডা. নকুল কুমার বিশ্বাস, উপ-মহাব্যবস্থাপক (সমন্বয়) অমল কুমার বিশ্বাস, ব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) রোমান আলী। সভা সঞ্চালনায় ছিলেন সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার মোহাম্মদ হুমায়ুন কবির।

এছাড়াও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী ও রাজনীতিবিদ এইচ এম হারুনুর রশিদ, নুরুল আবছার চৌধুরী, মুহাম্মদ ওসমান হোসাইন, চাকরিজীবী মামুন, মসজিদের ইমাম মাওলানা কুতুব উদ্দিন এবং তোফায়েল আহমদ। স্থানীয় সর্বস্তরের সেবা গ্রহণকারী নারী-পুরুষ ও বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্থানীয় বক্তারা তাদের বক্তব্যে সূর্যের হাসি ক্লিনিকের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমাধানের জন্য পরামর্শ ব্যক্ত করেন। তারা বলেন, সূর্যের হাসি নেটওয়ার্ক যখন এই এলাকায় যাত্রা শুরু করে, তখন কোনো প্রাইভেট হাসপাতাল ছিল না। বর্তমানে এলাকায় চারটি বেসরকারি হাসপাতাল বিভিন্ন সেবা প্রদান করছে। তাই সূর্যের হাসি নেটওয়ার্ক ক্লিনিককে সেবার মান ও সেবার মূল্য বিষয়ে আরও সচেতন হতে হবে।

মহাব্যবস্থাপক কর্নেল (অব.) মোহাম্মদ ইফতেখারুল হক বলেন, “প্রায় তিন দশক ধরে দেশের বিভিন্ন প্রান্তে নিরাপদ প্রসব, মা ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও সাধারণ চিকিৎসা সেবায় কাজ করে যাচ্ছে সূর্যের হাসি ক্লিনিক।”

মহাব্যবস্থাপক (ক্লিনিক্যাল সার্ভিসেস) ডা. নকুল কুমার বিশ্বাস বলেন, “এখানে গর্ভবতী মায়েদের জন্য সেবা, অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস চিকিৎসা, শিশু স্বাস্থ্য, ইপিআই টিকা, আধুনিক ল্যাব টেস্ট, মানসম্মত ওষুধ এবং ফ্রি হেলথ ক্যাম্পের ব্যবস্থা রয়েছে। এই ক্লিনিকটি কেবল একটি চিকিৎসাকেন্দ্র নয়, এটি একটি মানবসেবার প্রতীক। আমাদের প্রচেষ্টা হচ্ছে এই সেবাকে টেকসই করা এবং সাধারণ মানুষের জন্য আরও প্রসারিত করা।”

উপ-মহাব্যবস্থাপক (সমন্বয়) অমল কুমার বিশ্বাস বলেন, “আমাদের লক্ষ্য মানুষের জন্য মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা। রোগীরা যেন কেবল চিকিৎসা নয়, পরিচ্ছন্নতা, সময়মতো চিকিৎসা এবং স্টাফদের আচরণ—এই তিনটি বিষয়েও সন্তুষ্ট থাকেন, তা নিশ্চিত করতে চাই।”

সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, “কর্ণফুলীতে ১৯৯৭ সাল থেকে প্রসূতি মা ও শিশু-সহ সকল চিকিৎসাসেবা দিয়ে আসছে সূর্যের হাসি ক্লিনিক। বর্তমানে প্রতিদিন আউটডোরে শিশু, নারী, চক্ষু ও জেনারেল চিকিৎসাসহ ২০০-এর বেশি সেবা প্রদান করা হয়। প্রতি মাসে গড়ে ১৫০-এর বেশি নরমাল ডেলিভারি হয় এবং সাপ্তাহিক দুই দিন ইপিআই টিকা প্রদান করা হয়।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video