ঢাকা , শুক্রবার, ২০২৪ মে ১৭, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের রাউজানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে ১০০০টি হাঁস বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রাউজান (চট্টগ্রাম)
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ এপ্রিল ৩০, ০৫:০১ অপরাহ্ন
#

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় চট্টগ্রামের রাউজানে ৫০ জন সুফলভোগীদের মাঝে ১০০০টি হাঁস বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৩০ এপ্রিল মঙ্গলবার  বেলা ১২টায় উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে  উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার সভাপতিত্বে ও জাহেদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. জয়িতা বসু।

আলোচনা সভা শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ জন সুফলভোগীদের মাঝে ১০০০টি হাঁস বিতরণ করেন সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video