ঢাকা , শুক্রবার, ২০২৫ মে ০৯, ২৬ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৩৬ দোকান

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ Jun ২১, ০১:২৬ অপরাহ্ন
#
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় অগ্নিকাণ্ডে ৩৬টি কাঁচা দোকানঘর পুড়ে গেছে। এর মধ্যে ৩০টি ফলের দোকান, পাঁচটি তেলের দোকান ও একটি বাস কাউন্টার রয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে। সোমবার (২১ জুন) ভোর পৌনে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানে আলম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভোর ৭টা ৫ মিনিটের দিকে নতুন ব্রিজ এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দুটি ইউনিটের পাঁচটি গাড়ি পাঠানো হয়। সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে করা হয়। অগ্নিকাণ্ডে ৩৬টি কাঁচা দোকানঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।’
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video