ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ আগস্ট ২৮, ১২ ভাদ্র ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

গাজীপুরের ঘটনার প্রতিবাদে বাঁশখালীতে কফিন মিছিল ও সমাবেশ

রেজাউল আজিম, বাঁশখালী-প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৫, ০৪:২২ অপরাহ্ন
#

গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীগণ কর্তৃক শহীদ বীর কাশেমের হত্যার প্রতিবাদে এবং আওয়ামী সন্ত্রাসীদের বিচার ও নিষিদ্ধের দাবীতে সাধারণ ছাত্র জনতা বাঁশখালীর কফিন মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ ১৫ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৩ টায় উপজেলা সদর থেকে কফিন মিছিল বের করেন শিক্ষার্থীরা। এসময় তারা- ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘আমার ভাই কফিনে, খুনি কেন বাহিরে’; ‘ছাত্র-জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’; ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’; ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন। পরে মিছিলটি উপজেলা চত্বরে এসে শেষ হয়ে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ ছাত্র জনতা বাঁশখালীর সদস্য সচিব এইচ এম আব্বাস খান, সদস্য মো তৌহিদ, মো কাজিন সহ অন্যান্যরা। সমাবেশে তারা গণহত্যাকারী দল আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবি এবং অতিবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video