ফটিকছড়ি উপজেলার কাজিরহাট বাজারের উত্তর প্রান্তে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোররাতের দিকে একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে হঠাৎ চায়ের দোকান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মুদি, চা, কাপড় এবং প্রসাধনী সামগ্রীর দোকান রয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একজন জানান, আগুনে তার সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে, এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তার ধারণা।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন, যাতে তারা আবার ব্যবসা শুরু করতে পারেন।
মন্তব্য করুন