চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নবনির্বাচিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) উপজেলা কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) বেলা ১২টায় উপজেলার এইচ টি কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সিপিপি’র উপ-পরিচালক মো. হাফিজ আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা সহকারী পরিচালক সাইফুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা টিম লিডার এম. মঈন উদ্দিন, ডেপুটি উপজেলা লিডার (পুরুষ) আরিফ উদ্দিন বখতিয়ার, ডেপুটি উপজেলা লিডার (নারী) জলি আক্তার এবং চরলক্ষ্যা ইউনিয়ন টিম লিডার জালাল উদ্দিন রোকনকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট প্রদান ও অভিনন্দন জানানো হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন চরপাথরঘাটা ইউনিট লিডার গিয়াস উদ্দিন ফারুকী ফয়সাল, সাবেক উপজেলা ও বর্তমান শিকলবাহা ইউনিয়নের লিডার লুৎফর রহমান, জুলধা ইউনিয়ন লিডার মো. মুসা, চরলক্ষ্যা ডেপুটি টিম লিডার মহিউদ্দিন আলাভী, ইউনিট লিডার সরওয়ার উদ্দিন কাজল, সাদেক হোসেন, আব্দুল খালেকসহ বিভিন্ন ইউনিটের লিডার ও ডেপুটি লিডার এবং উপজেলা সিপিপির সব সদস্য।
অনুষ্ঠানে বক্তারা সিপিপির দায়িত্ব, কর্তব্য ও সীমাবদ্ধতা নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করেন। বিশেষ করে পূর্বে সিপিপির ইউনিফর্ম ব্যবহার করে ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে অনৈতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করা হয়।
দুর্যোগকালে দ্রুত ও কার্যকর প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও পরিবহন ব্যবস্থার জোরালো দাবি তোলা হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত এ নতুন নেতৃত্ব দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তুলবে। নবনির্বাচিত নেতাদের নেতৃত্বে সিপিপিকে একটি গর্বের স্থানে নিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানজুড়ে স্থানীয় সিপিপি স্বেচ্ছাসেবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বক্তারা বলেন, গণতান্ত্রিকভাবে পরিচালিত এ নির্বাচন স্বচ্ছতা ও নেতৃত্ব বিকাশের বার্তা ছড়িয়ে দিয়েছে, যা আগামীর দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন আশার দিগন্ত উন্মোচন করবে।
মন্তব্য করুন