ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ আগস্ট ২৮, ১২ ভাদ্র ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলী থানা পুলিশের বিশেষ অভিযানে আ'লীগ নেতা ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

মুহাম্মদ ওসমান হোসেইন, কর্ণফুলী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৫, ০১:৪৮ অপরাহ্ন
#

চট্টগ্রামের (সিএমপি) কর্ণফুলী থানা পুলিশের বিশেষ অভিযানে আ'লীগ নেতা শওকত হোসেন বাবু (৩৮) ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা, ইশরাত আশরাফি অপি (২৫) কে গ্রেফতার করা হয়।

কর্ণফুলী থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেন।

ওসি মুহাম্মদ শরীফ জানান, গতকাল ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) কর্ণফুলী থানা পুলিশ বিশেষ অভিযানে দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, বড়উঠান ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড শাখার আ'লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, সোলাইমান হাজীর বাড়ি, শওকত হোসেন বাবু (৩৮), পিতা-মৃত মোঃ আজম, মাতা-মরিয়ম বেগম, ও চরপাথরঘাটা, ০৩ নম্বর ওয়ার্ড, খান বাড়ির, ইশরাত আশরাফি অপি (২৫), পিতা-আশরাফ আলী, মাতা-পারভীন আক্তার, তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্ণফুলীর নির্বাহী সদস্য।

ওসি মুহাম্মদ শরীফ বলেন, গ্রেফতারকৃত দুইজনকে চান্দগাঁও দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে এবং উক্ত থানায় সোপর্দ করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video