ঢাকা , শুক্রবার, ২০২৪ মে ১৭, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

একুশে পদকপ্রাপ্ত ড. প্রনব কুমার বড়ুয়ার শেষকৃত্য সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ এপ্রিল ৩০, ০৪:৩৩ অপরাহ্ন
#

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সাবেক মহা-সচিব  বর্তমান বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য, রাউজান থানাধীন স্বধর্মগ্রাম আবুরখীলের কৃতী সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে প্রদকপ্রাপ্ত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ মনীষা, প্রাবন্ধিক, লেখক ও গবেষক প্রয়াত অধ্যক্ষ ড. প্রণব কুমার বড়ুয়ার শেষকৃত্যানুষ্ঠান ২৯ এপ্রিল ২০২৪, সোমবার , দুপুর ২ ঘটিকার সময় আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ।

আবুরখীল গ্রামবাসী , পরিবার কর্তৃক আয়োজিত এই অনিত্য  সভায় সভাপতিত্ব  করেন বাংলাদেশ  বৌদ্ধ  ভিক্ষু মহাসভার মাননীয় উপ সিংঘনায়ক আবুরখীলের জন্মজাত ভিক্ষু কূলগৌরব সদ্ধর্মরশ্মী রতনশ্রী মহাথের ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ  বৌদ্ধ  ভিক্ষু মহাসভার মহামান্য মহাসংঘনায়ক ভদন্ত বনশ্রী মহাথের, ।

উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ  কৃষ্টি প্রচার সংঘের সভাপতি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ  ভিক্ষু ঢাকা ধর্ম রাজিক মহাবিহারের মহোধ্যক্ষ বৌদ্ধপ্রিয় মহাথের  । বাংলাদেশ  বৌদ্ধ  কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র সহ সভাপতি  অঞ্চল কুমার তালুকদার ও নাট্যজন রূপায়ন বড়ুয়া কাজলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিতব্য অনিত্য সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত জ্ঞানানন্দ  মহাথের, অভয়ানন্দ মহাথের, দেবানন্দ মহাথের, প্রিয়দর্শী মহাথের প্রমুখ।

শোক সংগীত পরিবেশন করেন, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পী সুমন বড়ুয়া। এসময় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান তার মরদেহে ফুল ও ব্যানার দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ।

শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ  করেন বাংলাদেশ  বৌদ্ধ  কৃষ্টি প্রচার সংঘের সিনিয়র সহ-সভাপতি দেবপ্রিয় বড়ুয়া, সহ-সভাপতি প্রফেসর ড. উত্তম কুমার বড়ুয়া , মহা সচিব পি.আর বড়ুয়া , যুগ্ম মহা সচিব অনুপম বড়ুয়া, আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ত্রিদীপ কুমার বড়ুয়া, ১২ ন উরকিরচর ইউনিয়ন আওয়ামিলীগের সা:সম্পাদক শফিউল আলম, ১২ ন উরকিরচর ইউনিয়ন পরিষদের চ্যায়ারম্যান সৈয়দ আব্দুর জব্বার সোহেল,বৌদ্ধ  ধর্ম কল্যাণ ট্রাস্টের সম্মানীত ট্রাস্টি মিথুন রশ্মি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর সাবেক সভাপতি পুষ্পেন বড়ুয়া কাজল,সাধারণ সম্পাদক রোটা.অমরেশ চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক সাথন চন্দ্র বড়ুয়া, পারিবারিক পরিচিতি উপস্হাপন করেন সাবেক ব্যাংকার অটল বিহারী বড়ুয়া, উপাধ্যক্ষ সুব্রত বরন বড়ুয়া, অমীত বিজয় বড়ুয়া জুনু,অধ্যাপক আশুতোষ বড়ুয়া প্রমুখ।বক্তব্য প্রয়াত অথ্যক্ষ ড.প্রবন কুমার বড়ুয়ার কর্ম ও কর্মময় জীবনের বিভিন্ন তুলে ধরেন।

উপস্থিত দর্শনার্থীদের জন্য সুপেয় পানির ব্যাবস্থা করেন রাউজান উপজেলা চেয়ারম্যান এসানুল হায়দার চৌধুরী  বাবুল।প্রবীন সমাজসেবক রবীন্দলাল বড়ুয়ার পঞ্চশীল প্রার্থনায় অংশগ্রহন করেন।

অনিত্য সভা শেষে প্রয়াতের পারিবারিক শশ্মানে দাহ কার্য সম্পন্ন করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video