ঢাকা , শুক্রবার, ২০২৫ মে ০৯, ২৬ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, হত্যা হয়ে থাকতে পারে

এনামুল হক নাবিদ, আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ মার্চ ০৩, ০৪:২১ অপরাহ্ন
#

আনোয়ারায় অজ্ঞাত এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে আনোয়ারা-বাঁশখালী আঞ্চলিক সড়কের বারখাইন ইউনিয়নের ঝিওরী এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন আনোয়ারা সার্কেলের সহকারী কমিশনার সোহানুর রহমান সোহাগ এবং আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে সড়কের পাশে একজন নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মনে হচ্ছে, দূর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে মরদেহ গাড়ি থেকে ফেলে চলে গেছে। তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে আনোয়ারা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, সড়কের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই নারীকে হত্যা করে সড়কের পাশে ফেলে চলে গেছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video