ঢাকা , শুক্রবার, ২০২৪ মে ১৭, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ অর্থ ও নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ মে ০২, ০৮:১৯ অপরাহ্ন
#

৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে টেকপাড়া ও এয়াকুব নগর বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে স্টার্ট ফান্ড বাংলাদেশ সংগঠনের অর্থায়নে ও ঢাকা আহ্ছানিয়া মিশনের ব্যবস্থাপনায় নগদ অর্থ ও নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ আজ বিকাল ৫ টায় বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন স্টার্ট ফান্ড বাংলাদেশ প্রোগ্রাম কো-অর্ডিনেটর সফিউল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৪নং ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর, প্রোগ্রাম অফিসার দানিয়াল শিপু, ঢাকা আহ্ছানিয়া মিশন প্রতিনিধি গোলাম ওয়ারেছ মুক্তা, চট্টগ্রাম অঞ্চল প্রতিনিধি মহিউদ্দিন মানু, যুগ্ম পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাইফ সেভিং সাপোর্ট টু ফায়ার ভিকটিম ইন এর প্রকল্প ব্যবস্থাপক মো. মহসিন।

বক্তারা বলেন, যখনই মানুষ দুর্যোগ সংকটে বিপর্যস্ত, সেখানেই দাতা সংস্থাগুলো মানুষের পাশে দাঁড়ায়। মানুষের সহায়তায় কাজ করে যাওয়া মানবিক সংগঠন এর ভূমিকা অতীতের ন্যায় বারবার অসহায় মানুষের মাঝে তাদের মানবিক সাহায্য সঠিক সময়ে পৌঁছে দেয়।

ক্ষতিগ্রস্থ ৮০টি পরিবারকে নগদ ৬ হাজার টাকা করে অর্থ প্রদান ও মর্যাদাপূর্ণ স্বাস্থ্যবিধি ব্যবহারিক পণ্য বিতরণ করে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video