ঢাকা , শনিবার, ২০২৫ মে ১৭, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
#

জাতীয়

শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে নতুন উদ্যোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৪ ডিসেম্বর ২৩, ০২:৫৮ অপরাহ্ন
#

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর তাকে ফেরত আনার বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি প্রেরণ করা হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

২৩ ডিসেম্বর, সোমবার, বিজিবি দিবসে পদক প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই তথ্য দেন। উপদেষ্টা আরও জানান, বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের জন্য ৭ সদস্যের একটি কমিশন গঠন করা হয়েছে।

এ সময় তিনি বলেন, রোববার রাতে কমিশন গঠনের কাগজে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

উপদেষ্টা অনুষ্ঠানে আরও উল্লেখ করেন, কুমিল্লার চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধাদের হেনস্থা করার ঘটনায় অপরাধীদের আইনের আওতায় আনা হবে এবং নতুন করে রোহিঙ্গাদের প্রবেশ বন্ধ রাখার পূর্বের সিদ্ধান্ত বহাল থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video