ঢাকা , সোমবার, ২০২৫ মে ১২, ২৯ বৈশাখ ১৪৩২
#

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি সত্ত্বেও স্থগিতই থাকছে সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি

অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৫ মে ১১, ০১:৪৬ অপরাহ্ন
#

যুদ্ধবিরতিতে সম্মত হলেও আপাতত স্থগিতই থাকছে সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি। ভারত-পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

চুক্তিটি নিয়ে নয়াদিল্লির পক্ষ থেকে এখনো কোনো নতুন সিদ্ধান্ত আসেনি। তবে দ্রুত সমাধানের আশা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ন্যায়সঙ্গত ভিত্তিতে বিরোধপূর্ণ বিষয়গুলোর সমাধান হবে।”

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ইসলামাবাদের সঙ্গে ৬০ বছরেরও বেশি পুরোনো সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিল করে নয়াদিল্লি। উল্লেখ্য, কৃষিকাজের জন্য সিন্ধু অববাহিকার পানির ওপর পাকিস্তান প্রায় ৮০ শতাংশ নির্ভরশীল।

পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, “দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে আমরা বিশ্ব ও আঞ্চলিক শান্তির স্বার্থে এবং কোটি কোটি মানুষের কল্যাণে সাড়া দিয়েছি। আমরা বিশ্বাস করি, পানি বণ্টন, কাশ্মিরসহ অন্যান্য বিতর্কিত বিষয়গুলো ন্যায়বিচারের ভিত্তিতে শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধান করা হবে।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video