ঢাকা , রবিবার, ২০২৫ মে ১৮, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
#

জাতীয়

ঢাকায় গ্রেফতার বরিশাল-৫ এর সাবেক এমপি জেবুননেসা আফরোজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৫ মে ১৭, ০৪:১৪ অপরাহ্ন
#

বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুননেসা আফরোজকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) রাজধানী ঢাকা থেকে তাকে আটক করা হয় এবং বর্তমানে তিনি গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে রয়েছেন।

জেবুননেসা আফরোজ আওয়ামী লীগ সরকারের আমলে ১০ম জাতীয় সংসদের সদস্য ছিলেন। এই আসনের সাবেক সংসদ সদস্য ও বরিশাল শহর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরনের স্ত্রী তিনি। হিরন এক সময় বরিশাল শহরের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০১৪ সালের ৯ এপ্রিল হিরনের মৃত্যু হলে বরিশাল-৫ আসনটি শূন্য হয়ে পড়ে। এরপর অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে অংশ নিয়ে জেবুননেসা জয়ী হন এবং সংসদ সদস্য নির্বাচিত হন।

তাকে গ্রেফতারের কারণ ও মামলার বিস্তারিত এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video