ঢাকা , শনিবার, ২০২৫ মে ১০, ২৭ বৈশাখ ১৪৩২
#

জাতীয়

আগুনঝরা মে: তাপমাত্রা আরও বাড়তে পারে

অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৫ মে ১০, ০৪:১১ অপরাহ্ন
#

চলতি মে মাসে বৃহস্পতিবার থেকে দেশের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করে এবং শুক্রবার তা অসহনীয় পর্যায়ে পৌঁছে যায়। একই অবস্থা বজায় থাকে শনিবারেও। আবহাওয়া অধিদফতরের বুলেটিন অনুযায়ী, এ ধরনের তাপমাত্রা আগামীকাল রোববার (১১ মে) পর্যন্ত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতরের সর্বশেষ তাপপ্রবাহ সতর্কবার্তায় জানানো হয়েছে, দেশের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু ও মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং কোথাও কোথাও তা তীব্র আকারে রূপ নিতে পারে।

আজ শনিবার (১০ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এর পাশাপাশি, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বরিশাল বিভাগ, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্ট অংশ এবং রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video