চট্টগ্রামের চন্দনাইশে হাশিমপুর বিএনপির উদ্যোগে নতুন বছরকে বরণ উপলক্ষে আলোচনা সভা, বনভোজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যার পর চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের বিএনপি, তার অঙ্গসংগঠন, এবং জিয়া পরিষদের যৌথ আয়োজনে মোহাম্মদ আরমানের সভাপতিত্বে এই বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মাবুদ মাহাবু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শাহ। অনুষ্ঠানটি জসিমউদ্দিন ও হেলালউদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন যুগ্ম সম্পাদক আবু বক্কর, আলাউদ্দিন, মোহাম্মদ ইউসুফ এবং বিএনপি নেতৃবৃন্দ নুরুল ইসলাম, বখতেয়ারউদ্দিন, মোহাম্মদ নয়ন, মোহাম্মদ মানিক, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ মোরশেদ, সাকিব, মান্না প্রমুখ।
বক্তারা বলেন, নতুন বছরে বিএনপি পরিবার একসঙ্গে কাজ করে এলাকায় সামগ্রিক উন্নয়নের একটি ধাপে পৌঁছাবে বলে তারা আশাবাদী। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা চন্দনাইশ উপজেলাসহ সমাজে সাম্য, মানবিক মর্যাদা, এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য একযোগে কাজ করবেন।
তারা আরও বলেন, অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাবে বাংলাদেশ। চিরদিনের জন্য দূর হবে অন্যায়, উৎপীড়ন, এবং নির্যাতন। তারা এমন একটি জাতি নির্মাণের প্রত্যাশা করেন, যেখানে প্রত্যেক নাগরিকই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের কণ্ঠস্বাধীন থাকবে।
মন্তব্য করুন