ঢাকা , শুক্রবার, ২০২৫ মে ০৯, ২৬ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, চারটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

জাহেদুল আলম জাহিদ, হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ মার্চ ০৩, ০৪:৩৫ অপরাহ্ন
#

পবিত্র রমজান উপলক্ষে হাটহাজারীতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। রবিবার (০২ মার্চ) দুপুরে হাটহাজারী পৌরসভার বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লুৎফর নাহার শারমিনের নেতৃত্বে এ অভিযান অনুষ্ঠিত হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রমজান মাস উপলক্ষে চালানো এ অভিযানে হাটহাজারী পৌরসভা বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮, ৫৩ ও ৪৫ ধারায় চারটি প্রতিষ্ঠানকে মোট তের হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ডটি তাৎক্ষণিকভাবে ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রার (ডিসিআর) এর মাধ্যমে আদায় করা হয় এবং ভবিষ্যতের জন্য সকল প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

এছাড়া যানজট নিরসনে সড়কের বিভিন্ন স্থানে পৌরসভা থেকে নো পার্কিং লেখা সম্বলিত স্ট্যান্ড স্থাপন করা হয়। অভিযানের সময় পৌরসভা ও ভূমি অফিসের নাজির বেলাল এবং হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর নাহার শারমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video