ঢাকা , শনিবার, ২০২৫ মে ১৭, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় পাহাড় কাটা: গভীর রাতে সেনাবাহিনীর সহায়তায় ইউএনও’র অভিযান

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মে ১৭, ১০:৫৪ পূর্বাহ্ন
#

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে পাহাড় কেটে ব্রিকস ফিল্ডে নিয়ে যাচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান।

শনিবার (১৭ মে) দিবাগত রাত ১২টার দিকে সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের মঘাছড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মঘাছড়ি এলাকায় উপজেলা প্রশাসনের নিয়মিত টহলের সময় অবৈধভাবে পাহাড় কাটার চক্রের সদস্য মুহাম্মদ হাসান (৪৫) কে আটক করা হয়। এছাড়াও অভিযানে ঘটনাস্থল থেকে ২টি এক্সক্যাভেটর ও ১টি ডাম্পার জব্দ করা হয়। পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় তাৎক্ষণিকভাবে এক্সক্যাভেটর দুটি ভেঙে অচল করে ফেলা হয়। ডাম্পারটিসহ আটককৃত ব্যক্তিকে রাঙ্গুনিয়া থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে সাত দিনের জেল প্রদান করা হয়।

অন্যদিকে, অভিযানের বিষয়ে টের পেয়ে ইসলামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খলিফা পাড়ার পূর্ব পাশ থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সক্যাভেটর ও ডাম্পার নিয়ে পালিয়ে যায় মাটি ব্যবসায়ীরা।

অভিযান সম্পর্কে ইউএনও কামরুল হাসান বলেন, “বেশ কিছুদিন ধরে রাতারাতি ইসলামপুরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে পাহাড় কাটা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে মঘাছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ২টি এক্সক্যাভেটর, ১টি ডাম্পারসহ হাসান নামের একজনকে আটক করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video